শিশুর বয়স অনুযায়ী ওজন কত হওয়া উচিত?

Posted by : admin / On : April 10, 2023

আপনার সদ্যজাত শিশুর কোনও কিছুই আপনার নজর এড়ায় না৷ আপনার শিশু রোগা বা মোটা হয়ে গেল কি না তা নিয়ে আপনি সবসময় চিন্তিত৷ কিন্তু চিকিতসকদের মতে রোগা বা মোটা দেখে শিশু সুস্থ কি না তা বোঝা যায় না৷ তবে শিশুর ওজন ঠিক আছে কি না তা নজরে রাখা প্রয়োজন৷ আপনি বাড়িতেও খেয়াল রাখতে পারেন সেই দিকে৷
আপনার জন্য একটি তালিকা দেওয়া হল৷ এই তালিকা দেখে শতাংশ বের করুন। শিশুর আদর্শ ওজনকে ১০০ শতাংশ ধরে ঐকিক নিয়মে যে কেউ শতাংশ বের করতে পারবেন। শিশুর ওজন আদর্শ ওজনের ৮০ শতাংশের কম হলে তাকে মোটামুটি অপুষ্টি বলে আর ৬০ শতাংশের কম হলে মারাত্মক অপুষ্টি বলে ধরে নিতে হবে।

বয়স    ছেলেদের (আদর্শ)    মেয়েদের (আদর্শ)
৬ মাস    ৭.৮ কেজি    ৭.২ কেজি
১ বছর    ১০.২ কেজি    ৯.৫ কেজি
২ বছর    ১২.৩ কেজি    ১১.৮ কেজি
৩ বছর    ১৪.৬ কেজি    ১৪.১ কেজি
৪ বছর    ১৬.৭ কেজি    ১৬ কেজি
৫ বছর    ১৮.৭ কেজি    ১৭.৭ কেজি
৬ বছর    ২০.৬৯ কেজি    ১৯.৫ কেজি
৭ বছর    ২২.১ কেজি    ২১.৯ কেজি
৮ বছর    ২৫.৩ কেজি    ২৪.৮ কেজি
৯ বছর    ২৮ কেজি    ২৬ কেজি
১০ বছর    ৩২ কেজি    ৩২ কেজি
১১ বছর    ৩৬ কেজি    ৩৫ কেজি
১২ বছর    ৪৫ কেজি    ৪৪ কেজি

সুত্র : https://www.kalerkantho.com/online/lifestyle/2015/09/09/266573

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping
0